কলারোয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে । ঘটনাটি ঘটেছে  রোববার বেলা ৩ টার দিকে উপজেলার ওফাপুর গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা (নং-১৭) দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বস্তপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী সোনিয়া খাতুন (১৪)কে প্রায়ই মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী ওফাপুর গ্রামের আ: গফুর মোড়লের ছেলে জাহাঙ্গীর আলম উত্ত্যক্ত ও হয়রানি করে আসছিলো। এর প্রতিবাদে ওই ছাত্রী তাকে কয়েক দফা গালিগালাজ করে। গত রোববার বেলা ৩ টার দিকে সোনিয়া খাতুন মাদ্রাসা থেকে একা বাড়ি ফিরছিলো। এ সময় জাহাঙ্গীর আলম (২০) ওই গ্রামের নির্জন রাস্তা থেকে তাকে মোটর সাইকেলে জোর করে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর সোনিয়াকে না পেয়ে তার বাবা ওফাপুর গ্রামের মুজিবর রহমান বাদী হয়ে মঙ্গলবার কলারোয়া থানায় অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারীকে গ্রেপ্তার করতে পারেনি। তবে অপহরণকারীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে থানা সূত্র জানিয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here