কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
মাদকের করাল গ্রাস থেকে যুব-তরুণদের মুক্ত করতে তওবা পড়িয়ে মাদকমুক্ত জীবন গড়তে উদ্বুদ্ধ করা হলো। প্রায় জন ত্রিশেক তরুণ ও যুবক মাদক ছেড়ে সমাজ বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করার শপথ নেন। ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয় কলারোয়ার যুগিখালি ইউনিয়নের যুগিখালি গ্রামে।
মাদককে না বলি, সকলে মিলে মাদকমুক্ত সমাজ গড়ি- এই স্লোগান সামনে রেখে মাদকবিরোধী এই অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় আয়োজন করেন যুগিখালি ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রবিউল ইসলাম।
মাদক ছেড়ে নতুন জীবনে পা রাখা তরুণদের উদ্দেশ্যে বিএনপি নেতা রবিউল ইসলাম বলেন, তাঁর নিজ গ্রাম যুগিখালি থেকে তিনি মাদকবিরোধী সামাজিক কর্মকাণ্ড শুরু করেন। এই এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যায়। মাদকসেবী তরুণরা মাদকের অর্থ জোগাড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছিল। তাদেরকে মাদক ছেড়ে সুস্থ-স্বাভাবিক জীবনে ফেরাতে গ্রামের সচেতন মানুষের সহযোগিতায় তিনি কাজ শুরু করেন।
প্রায় আড়াই মাসের টানা প্রচেষ্টার ফলস্বরূপ মাদক থেকে ফেরানো সম্ভব হয়েছে একদল তরুণদের। মাদক ছেড়ে দেওয়া তরুণদের তওবা পড়ান স্থানীয় ক্বারি মোহাম্মদ মুবারক।  মাদকবিরোধী এই উদ্যোগ চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
মাদক ছেড়ে সুপথে আসা কুয়াশা (ছদ্ম  নাম) জানান, তিনি তিন দিনে বিশ হাজারের বেশি টাকা মাদকদ্রব্য সেবনে ব্যয় করতেন। কাউকে না জানিয়ে বাড়ি থেকে টাকা নিয়ে নেশা করতেন বন্ধুদের নিয়ে। আজ তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন বলে তওবা গ্রহণের পর জানান।
সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, এরা মাদক ছাড়ার পরও তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। সেই সাথে অন্যান্য মাদকসেবীদের সুপথে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান থাকবে। মাদকবিরোধী এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here