কলারোয়ায় নাস্তা খেয়ে মাত্র এক টাকা কম দেয়ার জন্য ভ্যান চালকের মাথা ফাটিয়েছে এক হোটেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২ টার দিকে কলারোয়া পৌর বাজারের পশুহাট মোড়ে।
প্রত্যক্ষর্দশী ও আহতের পিতা হামিদ মোড়ল সাংবাদিকদের জানান, উপজেলার চেঁড়াঘাট গ্রামের দরিদ্র কৃষক হামিদ মোড়লের পুত্র ভ্যান চালক রাশিদুল ইসলাম (১৬) প্রতিদিনের মতো বাড়ি থেকে ভ্যান নিয়ে রাস্তায় ভাড়ার জন্য অপেক্ষা করছিল।
এ সময়ে দুই ব্যক্তি তাকে ১৫ টাকায় কলারোয়া বাজারে আসার জন্য ভাড়া করে। বাজারে এসে ওই দুই ব্যক্তি ভ্যান চালককে ১৪ টাকা দেয়। সকালে কোন কিছু না খেয়ে আসার কারনে তার প্রচন্ড ক্ষুধা পায়। এ সময়ে কলারোয়া বাজারের পশুহাট মোড়ের একটি হোটেলে ঢুকে ৩টি রুটি ও ৬ টাকার ডাল ভাজি খায় সে। পরে হোটেল মালিককে ১৫ টাকার স্থলে ১৪ টাকা দিয়ে এক টাকা কম আছে জানালে হোটেল মালিকের ছেলে পেট দিয়ে মাথায় আঘাত করে।
এতে ভ্যান চালক রাশিদুল ইসলামের মাথা ফেটে যায়। বাজারে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া হাসপতালে ভর্তি করে।
পরে জনতার চাপে হোটেল মালিক আহত ওই ভ্যান চালককে ৫শ টাকাসহ চিকিৎসার ব্যবস্থা করে রক্ষা পায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া।