কলারোয়ায় বিশ্ব ডায়াবেটিক দিবস পালন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কামরুল হাসান, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি :: কলারোয়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে। ‘প্রাত: রাশেই শুরু স্বাস্থ্যকর খাদ্যের’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি যথাযথ ভাবে পালন করেছে কলারোয়া ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ শুক্রবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে হাসপাতালে উপস্থিত রোগি ও সুধিজনকে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দেন আলোচকবৃন্দ।

তাঁর বলেন, ডায়াবেটিক এমন একটি রোগ যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন ধরায় পা কেটে ফেলতে পর্যন্ত হতে পারে।

অনুসন্ধানে জানা গেছে, দেশে এখন ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৯০ লাখের মতো। এ সময় হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য রমজান আহম্মেদ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক অধ্যাপক কে,এম আনিছুর রহমান, হাসপাতালের ম্যানেজার শেখ বদিউজ্জামান, নভোনডিস্ক ফার্মা লিমিটেড’র প্রতিনিধি রওশন সাদাত, স্কয়ারের প্রতিনিধি আজিজুর রহমান, বাসুদেব মন্ডল, শেখ তরিকুল ইসলামসহ চিকিৎসা সেবা নিতে আসা নারী-পুরুষগণ।

পরে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেক কাটেন পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here