বৃহস্পতিবার সকালে কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গোলাপ মিয়া(৫০) নামের নিহত ওই নির্মাণ শ্রমিকের বাড়ি উপজেলার ফৈজুল্যাপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে কলারোয়া পৌর শহরের কাপুড়িয়া পট্টি সড়কে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলারোয়া বাজারের কাপুড়িয়া পট্টির আলহাজ্ব শেখ আ: মালেক একটি ত্রিতল ভবন নির্মাণ করাচ্ছিলেন। ওই ভবনে বৃহস্পতিবার সকালে কাজ করছিলেন নির্মাণ শ্রমিক গোলাপ মিয়া। কাজের এক সময়ে অসাবধানতাবশত: ভবনের ছাদের গা ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে ত্রিতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান ওই নির্মাণ শ্রমিক। গুরতর জখম অবস্থায় তাকে একটি এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পর পরই তিনি মারা যান।

ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here