কলারোয়ায় চলন- যাত্রীবাহী বাস থেকে পড়ে বাসের হেলপারের মৃত্যু হয়েছে। তার নাম আইনুল (১৭)। সে উপজেলার চেড়াঘাট গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার দিকে কলারোয়ার যশোর-সাতক্ষীরা মহাসড়কের মুরারীকাটি নামক স’ানে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস(যশোর-জ-০৪-০০৫২) কলারোয়ার মুরারারীকাটি মোড় অতিক্রম করার সময় ওই বাসের হেলপার আইনুল চলন- অবস’ায় গেট থেকে বাসের ছাদে উঠতে যায়। এ সময় পা পিছলে সে নীচে পড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে স’ানীয়রা একটি এ্যাম্বুলেন্সযোগে যশোরের উদ্দেশ্যে পাঠালে পথিমধ্যে সে মারা যায়।

নিহত আইনুল তার বাবার একমাত্র মাত্র পুত্র সন-ান।

কামরুল হাসান/কলারোয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here