কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের রাস্তায় পুলিশ পিকআপের ধাক্কায় যাত্রীবাহি ভ্যান উল্টে শিশুসহ ৬ জন মারাক্তক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের সরকারি পাকা রাস্তার ওপর। আহতদের পরিবার ও পথচারীরা সাংবাদিকদের জানান, তালা-কলারোয়ার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ওই রাসতা দিয়ে যাওয়ার সময় তার পুলিশ প্রটেকশন’র পিকআপটি সামনে থেকে সজোরে ধাক্কাদিলে যাত্রীবাহি ভ্যান উল্টে রাসতায় পড়ে যায়। এ সময় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের সাকা সরদারের পুত্র ভ্যান চালক ইব্রাহিম (৩৫), যাত্রী আব্দুল আজিজ এর স্ত্রী ফুলজান বিবি (৬৫) ও তার নাতি-পুতিসহ ৬ জন আহত হয়। মারাক্তক আহত অবস্থায় পুলিশ ভ্যান চালক ইব্রাহিম (৩৫), যাত্রী ফুলজান বিবি (৬৫) কে উদ্ধার করে তাদের কলারোয়া সদরের সরকারি হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে যাত্রী ফুলজান বিবির অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ’র পরামর্শে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কলারোয়া হাসপাতালের দায়িত্বরত  ডাক্তার শানিত মোহন ভদ্র সাংবাদিকদের জানান, তিনি ওই সময় ডিউটিতে ছিলেন একটি পুলিশ পিকআপে করে দুইজন পুলিশ সদস্য আহতদের হাসপাতালে ভর্তি করেছেন বলে শুনেছেন। পুলিশ সদস্যরা ডাক্তারকে জানান এমপি স্যারের ডিউটিতে আছেন তারা। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ সুভাস চন্দ্র বিশ্বাস জানান, তিনি এরকম একটি ঘটনা লোকমুখে শুনেছেন তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/কামুরুল হাসান/করারোয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here