কলারোয়ায় হামলা চালিয়ে ৬ কৃষকের বাড়ি ঘর ভাংচুর করে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কেরারকাতা ইউনিয়নের দরবাসা গ্রামে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা সাংবাদিকদের জানান, পূর্বশত্রুতার জের ধরে ওই গ্রামের পরসম্পদ লোভী জোহর আলী গাজী, মোহর আলী গাজী ও আমির আলির নেতৃত্বে মোক্তার আলী, আকবার আলী, আজগার আলী, হাকিম, মনিরুল ইসলাম, রুহুল আমীন দেশিয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে নিরিহ কৃষক শফিকুল ইসলামের বাড়িতে অনাধিকার প্রবেশ করে তার রেকর্ডিয় জমির উপর দিয়ে পানি সরানোর জন্য ড্রেন কাটা শুরু করে।
এসময় তাদের ড্রেন কাটতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম (২৮), আবু বক্কার সিদ্দিক (৬০), আলম (২২), কুদ্দুস (২৮), পারভীন খাতুন (২৫), আয়ফুল বেগম (৫৫) কে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে। এসময়ে ক্ষিপ্ত হয়ে ওই কৃষকের বাড়ি ঘর আগুন দিয়ে জালিয়ে দেয়। এতে ওই কৃষক পরিবারের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্তরা। গুরুতর জখম কৃষকদের এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে কৃষক শফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, গত শনিবার রাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করায় এ হামলা শিকার হন।
এবিষয়ে কলারোয়া থানার এএসআই মিজানুর রহমান জানান, কৃষক শফিকুল ইসলাম শনিবার থানায় একটি অভিযোগ দিলে তিনি তাৎক্ষনিক ভাবে বিরোধপূর্ণ জমিতে না যাওয়ার জন্য ওই রাতে পুলিশ পাঠান।
ইউনাইটেড নিউজ ২৪ ডটকম/কামরুল হাসান/কলারোয়া