কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে সকাল দশটায় ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার কলারোয়া উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবদিন এঁর সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন এর উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিউল আজম, কলারোয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সিনিয়র শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল,  কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, শাকদাহ বালিকা  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসরাইল হোসেন ও অফিস স্টাফ মো. আফজাল হোসেন, শহিদুল ইসলাম।
উল্লেখ্য ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কলারোয়া উপজেলায় কাবাডি, দাবা সরকারি হাইস্কুল মাঠে ও উপজেলা পুকুরে সাতাঁর খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে চারটি জোনের চ্যাম্পিয়ন স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করে।  কাবাডিতে কলারোয়া ধানদিয়া ইউনাইটেড হাইস্কুল চ্যাম্পিয়ান ও চন্দনপুর হাইস্কুল রানার আপ হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। বিকাল চারটায় কলারোয়া সরকারি হাইস্কুল মাঠে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
খেলাগুলি পরিচালনা করেন শিক্ষক  মো. আ. গফুর, মো. তজিবুর রহমান, আ. মান্নান, শেখ সেলিম, মাহফুজা খানম, মো. শফিকুল ইসলাম, মো. আবুল কালাম আজাদ, মো. সিরাজুল ইসলাম, মো. শফিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here