কামরুল হাসান,কলারোয়া
সোমবার বেলা ১১ টায় কলারোয়ার জয়নগর ইউনিয়নের পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ হিসাবে চাল, ডাল ও ভোজ্য তেল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে ৭শ’ ১৫ পরিবার কে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
সূত্র জানায়, উপজেলার বসন-পুর আমিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিশ্বখাদ্য সংস’ার আর্থিক সহায়তায় এনজিও মুসলিম এইড বন্যা ও পানিবদ্ধতায় ক্ষতি গ্রস’দের মাঝে ৪ মাস ব্যাপী জরুরী ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। গতকাল দ্বিতীয় পর্যায়ে ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ৪০ কেজি করে মোট সাত শ’ পনের মণ চাল, ৩ কেজি করে মোট একুশ শ’ পঁয়তাল্লিশ কেজি ডাল ও ৪ লিটার করে মোট ২৮ শ’ ৬৫ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কালে উপসি’ত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান, মাও আঃ কাদের, মাওলানা মুজিবর রহমান, ইউপি সদস্য শেখ ফিরোজ আহম্মেদ, জয়দেব কুমার সাহা, মোঃ আব্দুল লতিফ, মুসলিম এইড’র প্রকল্প ইনচার্জ (যশোর-সাতক্ষীরা) শিবু পদ সরকার, মনিটরিং কর্মকর্তা দিপক চন্দ্র চাকী, উপজেলা কো-অর্ডিনেটর আবু বকর ছিদ্দিক, ফাইন্যান্স এন্ড ডিসট্রিবিউশন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান প্রমুখ।