কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::

কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠের চারিপাশে রাস্তা নির্মাণ ও লাইটিং বসানো কাজের উদ্বোধন করা হয়েছে।  কলারোয়া পৌরসভার অর্থায়নে শুরু হওয়া কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু  ও কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান বুলবুল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান বিপ্লব, পৌরসভার  প্যানেল মেয়র মো. শফিউল আলম, পৌরসভার প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, কাউন্সিলর শেখ জামিল হোসেন, শেখ ইমাদুল ইসলাম, সন্ধ্যা রানী বর্মন, দিথী খাতুন, ট্যাক্স নির্ধারক মো. নাজমুল হোসেন, ঠিকাদার মো. নাজমুল হোসেন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনসহ সাংবাদিক ও সুধিজন।

উল্লেখ্য, কলারোয়া সরকারি হাইস্কুল মাঠটি কলারোয়ার ক্রীড়া ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক  অনুষ্ঠানের প্রাণকেন্দ্র। মাঠের সৌন্দর্য বৃদ্ধিকরণ এবং দিনে ও রাতে ব্যয়াম ও উন্মুক্ত বাতাস উপভোগ করার জন্য কলারোয়া পৌরসভার বাজেট থেকে ৫৩ লাখ ৬৮ হাজার ২ শ ৪৪ টাকা প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে।

এই প্রকল্পে মাঠের চারিদিকে ৭ফুট প্রসস্থ রাস্তা নির্মাণ ও সৌর লাইটিং বসানো হবে বলে কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল জানান। আর একাজের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বহুল প্রত্যাশিত দৃষ্টিনন্দন একটি খেলার মাঠ দেখতে পাবে কলারোয়াবাসী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here