কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে সাতক্ষীরা -১ (তালা কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। 
শনিবার  (২০ জানুয়ারি) বিকেল ৩ টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি অধ্যাপক এম এ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের লেখনী সমাজে আলোর পথ দেখায়। অবহেলিত মানুষ সুবিচার পায়। তাই সংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে উদ্যোগী হতে হবে। তিনি কলারোয়া প্রেসক্লাবের উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয় প্রেসক্লাবের পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা কামরুজ্জামান সোহাগ, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ এম এ সাজেদ, সাংগাঠনিক সম্পাদক আতাউর রহমান, সহ-যুগ্ম সম্পাদক আবু রায়হান মিকাইল, সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান খোকা, সদস্য রাজু রায়হান, দেবাশীষ চক্রবর্ত্তী, শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here