কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
কলারোয়ায় পুলিশ অভিযান চালিয়ে জাল টাকা ছাপানো মেশিন এবং ২৪ হাজার ৫ শত নগদ জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১১ টার দিকে পৌর সদরের ঝিকরা গ্রামের একটি প্লাস্টিক সামগ্রীর দোকান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- ঝিকরা গ্রামের জোনাকি সিনেমা হল মোড় এলাকার আবুল কাশেমের ছেলে কবিরুল ইসলাম (৩০) একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৭)।
থানা ও এলাকবাসি সূত্রে জানা যায়, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পৌর সদরের ঝিকরা গ্রামের কবিরুলের নিজস্ব প্লাস্টিকের দোকানে জাল টাকার বিভিন্ন সরমঞ্জামাদি দিয়ে জাল টাকা তৈরী করছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় থানার এস আই আব্দুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই স্থানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানদার কবিরুল ও তার সহযোগি জুয়েল দোকান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে কবিরুলের দেহ তল্লাশী করে জ্যাকেটের ভিতর থেকে ২১ হাজার জাল টাকা ও জুয়েলের গেঞ্জির ভিতর থেকে ৩ হাজার ৫ শত জাল টাকা (মোট ২৪ হাজার ৫ শত জাল টাকা) উদ্ধারসহ জব্দ করা হয়। পরে ওই দোকান থেকে জাল টাকার নোট তৈরীর একটি কালো রংয়ের কালার প্রিন্টার মেশিন যার গায়ে ইফসন লেখা উদ্ধার করাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার দুপুরে আট ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here