কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে কলারোয়ায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।কলারোয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়।
শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়, উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কা র সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার রাকিবুল হাসান, সমবায় অফিসার অনিমেষ কুমার দাস,পল্লী উন্নয়ন অফিসার সোহেল আহমেদ, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, যুব অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম, সফল উদ্যোক্তা কাজী নজরুল ইসলাম, সাংবাদিক কাজী সিরাজ, আসাদুজ্জামান আসাদ, দেলোয়ার হোসেন প্রমুখ।
এছাড়া র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত যুব যুবতিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুল লতিফ। অনুষ্ঠান শেষে ২১ জন যুবক/নারীর মাঝে ১০লক্ষ ৭০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া ৬০ জন যুব প্রশিক্ষিতকে সনদপত্র প্রদানসহ গাছের চারা বিতরণ করা হয়।