কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::

কলারোয়ায় ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ওই প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ আমানসহ সকল স্কুল-মাদ্রাসার প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকমণ্ডলী।

প্রস্তুতিমূলক সভায় উপজেলাকে ৪টি জোনে ভাগ করা হয়। ৫ সেপ্টেম্বর থেকে জোন পর্যায়ে এবং ১১ ও ১২ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পর্যায়ের খেলা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত বলে জানা গেছে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here