কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::
উপজেলার কলেজ শিক্ষকমন্ডলীর সাথে সৌজন্য মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার সকাল ১০টায় কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি।  আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, বোয়ালিয়া শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সোনারবাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, হাজী নাছিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান মুকুল, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, শিক্ষানুরাগী অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলিসহ সম্মানিত কলেজ শিক্ষক মন্ডলী।
অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক রফিকুল ইসলাম। এছাড়া সোমবার সকাল থেকে কলারোয়া পৌর শহরে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীফক শেঠ, সমাজসেবক আবু নাসির ডিটু, সহকারী অধ্যাপক ইউনুস আলি, সাংবাদিক শেখ তারিকুল ইসলাম, মাস্টার আমজাদ হোসেন, আরিফ চৌধুরী, উচ্ছ্বাস প্রমুখ। এদিকে সোমবার বিকেলে কলারোয়া পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শিক্ষানুরাগী অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলি, রনজিত ঘোষ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here