শুক্রবার পটুয়াখালী-কুয়াকাটা সড়কে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ জোমাদ্দার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের খলিলপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে সৈয়দ জোমাদ্দার ও স্থানীয় কয়েক ব্যক্তি কথা বলছিলেন । এসময় কুয়াকাটা থেকে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ছ-১১-১১৭১) রাস্তার পাশে দাঁড়ানো সৈয়দ জোমাদ্দারকে চাপা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা সৈয়দ জোমাদ্দারকে গুরুতর অবস্থায় কলাপাড়া স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা মাইক্রোবাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় নিহতের ছেলে জসিম জোমাদ্দার বাদী হয়ে কলাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/জাকির হোসেন/পটুয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here