পটুয়াখালীর কলাপাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত হয়েছে।কলাপাড়া পৌরশহরের ফেরীঘাটে চৌরাস্তায় এলাকায় সোমবার সকাল ৩:৫৫ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যাবসায়ীরা জানায় তাদের প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফেরীঘাট এলাকার বাবুল কাসারুর বাপ্পি বাসনালয় প্ল্যাষ্টিক সামগ্রীর দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা দ্রুত পার্শ্ববর্তী দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ওই ২৫টি দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়।
কলাপাড়া উপেজেলায় ফায়ারসার্ভিসের কোন ষ্ঠোসন না থাকায় ঘটন স্থান থেকে ১৮ কি.মি. দূরবর্তী পার্শ্ববর্তী আমতলি উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনকে একাধিকবার বিষয়টি অবগত করলেও তারা কুয়াশার অজুহাতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অগ্নিকান্ডের এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হচ্ছে নুরুল ইসলাম, বারেক হাওলাদার, ফোরকান, সুলতান খাঁ, মোস্তফা, আনসার, সোহেল, উত্তম, বাবুল কাসারম্ন, মোতাহার ঘরামী, মোজাম্মেল, সাইফুল, কালা, হানিফ, নিখিল, সোয়েব, ফারুক, চাঁন মিয়া, ও শাহজাহান প্রমুখ।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মাসুদুজ্জামান জানান, স্থানীয়দের প্রাপ্ত তথ্যে ভয়াভহ এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বাবুল কাসারম্নর পস্নাষ্টিক সামগ্রীর দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। এতে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হয়েছে দেড় কোটি টাকা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও কলাপাড়া পৌর মেয়র এস. এম. রাকিবুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন।অগ্নিকান্ডের ঘটনায় দ্বায়িত্বে অবহেলার বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিস আমতলি ষ্টেশন অফিসার মো: হারম্নন-অর-রশিদ জানান, বিষয়টি জেনে আমার একটি ইউনিট কলাপাড়ার উদ্দেশ্যে রওয়না করে পথিমধ্যে স্থানীযদের কাছে আগুন নিভিয়ে ফেলার তথ্য পেয়ে ফিরে এসেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনির হোসেন বাদল/পটুয়াখালী