কলাপাড়ায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মিলন কর্মকার রাজু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেল্য়া কমর্রত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘নবজাতকের স্বাস্থ্য সমস্যার ওপর সংবাদ লেখার কৌশল’ বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পর্যটনকেন্দ্র কুয়াকাটায় এ কর্মশালার আয়োজন করে।

গত শনিবার এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের পরিচালক (প্রশিক্ষন) মো. নজরুল ইসলাম।

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন গণমাধ্যম ইনষ্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ জাহিদুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম। কর্মশালার প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা বিষয় নিয়ে ধারণা প্রদান করেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. আমিনুল ইসলাম।

কর্মশালার সমাপনী দিনে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি এ এম মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম।

কর্মশালা ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহন করেন। সবশেষে কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here