কলাপাড়া : কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের সংরক্ষিত ও সামাজিক বনাঞ্চলে এখন চলছে গাছকাটা উৎসব। গত ছয় মাসে অনত্মত দুই শ’ গাছ কেটে নেয় চিহ্নিত বনদস্যুরা।
স্থানীয় বন কর্মকর্তাদের যোগসাজসে বর্তমান সরকারের শেষ সময়ে ধুলাসার ইউনিয়নের ইসমাইল ফরাজীর নেতেৃত্বে চলছে এ বনাঞ্চল উজাড় মিশন। প্রতিদিনই বনাঞ্চলের বিভিন্ন স্পট থেকে প্রকাশ্যে এ গাছ কাটা হলেও বন কর্মকর্তারা নীরব ভূমিকা পালন করছে।
সাগর উপকূলীয় ধুলাসারে একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, প্রতিদিনই গাছ উজাড় হচ্ছে এ বনাঞ্চল থেকে। বুধবার পশ্চিম ধুলাসার গ্রামের ৪৭/৪ পোল্ডারের বেড়িবাঁধের দুই পাশে অনত্মত সাতটি গাছ কেটে নেয়।
যার দাম আনুমানিক দুই লাখ টাকা। ধুলাসারের কাউয়ার চরের একটি চিহ্নিত চক্র এ গাছ কাটলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা বনবিভাগ।
কলাপাড়া উপজেলা বন ও পরিবেশ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি ক্ষতিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশিস্নষ্ট রেঞ্জ কর্মকর্তাকে বলা হচ্ছে।
মিলন কর্মকার রাজু/