কলকাতা : বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীর পানিবন্টন ও নদীর ব্যবস্থাপনা নিয়ে যৌথ নদী কমিশনের ৫৭ তম বৈঠক বুধবার শেষ হল কলকাতায়।

মঙ্গলবারই কলকাতার একটি পাঁচতারা হোটেল (তাজ বেঙ্গল)-এ নদী কমিশনের দুই দিন ব্যাপী এই বৈঠক শুরু হয়।

বাংলাদেশের তরফে বাংলাদেশের পাঁচ সদস্যের নেতৃত্বে দিয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন।

ভারতের সাত সদস্যেও নেতৃত্ব দিয়েছেন ফারাক্কা ব্যারাজ প্রকল্পের মহাব্যবস্থাপক সৌমিত্র কুমার হালদার।

ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত ৫৪ নদীর পানিপ্রবাহ নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক এই নদীগুলির মধ্যে পানিবন্টন চুক্তির জন্য তথ্য প্রবাহের হিসেব বিনিময় করা হয় এই বৈঠকে।

বৈঠকে দুই দেশের সীমান্তবর্তী নদীভাঙন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই সঙ্গে ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নিতে দুই দেশের সরকারের কাছে সুপারিশ করার বিষয়টিও কারিগরি বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশ তরফে যৌথ নদী কমিশনের সদস্য মীর সাজ্জাদ হোসেন জানান, বৈঠকে সীমান্ত নদী ভাঙ্গন নিয়ে আলোচনার পাশাপাশি অভিন্ন নদীর পানি বন্টন নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে ফারাক্কা ব্যারাজ প্রকল্পের মহাব্যবস্থাপক সৌমিত্র কুমার হালদার জানান, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নদীগুলির পানিপ্রবাহ, নদী ভাঙন রোধ নিয়ে আজকের কারীগরি বৈঠকে আলোচনা হয়েছে, একইসঙ্গে নদীর পানিবন্টনের তথ্য সরবরাহ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here