আগামী ১০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এবছরের কলকাতা চলচ্চিত্র উত্‍সব। আটদিনের এই উত্‍সব চলবে সতেরোই নভেম্বর পর্যন্ত। পঞ্চাশটি দেশ থেকে সিনেমা আসছে এবার। মোট একশো পঞ্চাশটি সিনেমা দেখতে পাবেন দর্শকরা। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানের উদ্বোধন করবেন শাহরুখ খান, শর্মিলা ঠাকুর ও সুপ্রিয়া দেবী। নন্দন এক, দুই, তিন প্রেক্ষাগৃহ ছাড়াও রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, এসআরএফটিআই, পূর্বশ্রী অডিটোরিয়াম-সল্টলেক, নিউ এম্পায়ার, স্টার থিয়েটারে সিনেমা দেখানো হবে। এবারই প্রথম নবীনা সিনেমা ও সাউথ সিটি মলের `ফেম`-কে চলচ্চিত্র উত্‍সবের অন্তর্ভুক্ত করা হয়েছে। ডাচ সিনেমা ম্যাজিশিয়ান দিয়ে সূচনা হবে এ বারের চলচ্চিত্র উত্‍সব।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শফিকুল ইসলাম/কলকাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here