চিত্রাভিনেতা ফেরদৌস অভিনীত ‘খোকা বাবু’ ছবিটি এবারের ঈদ মৌসুমে কলকাতায় মুক্তি পাচ্ছে। এই মুহূর্তে কয়েকটি দেশীয় ছবিতেও অভিনয় করছেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। তার প্রযোজিত দু’টি ছবির কাজ প্রায় শেষের দিকে। এবার ঈদে বাংলাদেশে তার অভিনীত কোনো ছবি মুক্তি না পেলেও কলকাতায় অভিনীত ‘খোকা বাবু’ ছবিটি মুক্তি পাচ্ছে। এই ছবিতে ফেরদৌসের সঙ্গে আরো অভিনয় করেছেন দেব ও শুভশ্রী।
শংকরাইয়া পরিচালিত ছবিটিতে একজন আন্ডার ওয়ার্ল্ড ডনের চরিত্রে দেখা যাবে ফেরদৌসকে। তার প্রযোজিত ও নঈম ইমতিয়াজ নেয়ামূল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিটির প্রায় সব কাজই শেষ হয়েছে। কেবল গানের কাজ বাকী রয়েছে। এটি আগামি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। ‘হঠাৎ সেদিন’ ছবিটি বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনার ছবি। এটি যৌথভাবে পরিচালনা করছেন বাসু চ্যাটার্জি এবং চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। এই ছবির কাজও প্রায় শেষ। এটি চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে। এ ছাড়া ‘জলরং, ‘৭৯ পাতলা খান লেন’, ‘তখন বসন্ত’ এবং ‘শোভনের স্বপ্ন’ ছবি গুলিতে অভিনয় করছেন ফেরদৌস। ছবিগুলো ২০১২ সালের প্রথম প্রান্তীকেই মুক্তি পাবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিনোদন