বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদের সদস্যদের ওপর কর আরোপের একটি প্রস্তাব অনুমোদন করেছে।
সংসদে এই প্রস্তাব পাস হওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের সবাইকে আয়কর দিতে হবে।
বাংলাদেশের আইন অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের বেতন এখন করমুক্ত।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিপরিষদের সদস্যদের আয়করের ওপর ঘোষণাটি দেয়া হয় গত বাজেট অধিবেশনে।
সরকারি কর্মকর্তারা বলছেন, ‘দি প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) আ্যাক্ট-১৯৭৫’ এবং ‘দি মিনিস্টারস, মিনিস্টারস অফ স্টেট, ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড পিভিলেজেস) অ্যাক্ট-১৯৭৩’ আইন দুটির সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।
মন্ত্রিসভার এসব প্রস্তাব সংসদে যাওয়ার পর সেখানেই তা চূড়ান্তভাবে অনুমোদিত হবে বলে তারা বলছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা