জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি :: নোয়াখালীতে ছাত্রলীগ কর্মী হত্যা ও খুলনায় ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উত্তর তেমুহনীতে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।
বক্তারা ছাত্রলীগকর্মীদের হত্যা এবং হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রত্যেক খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। একই সঙ্গে খুনি ও সন্ত্রাসী সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি বন্ধের দাবী জানান তারা।
এর আগে একই দাবীতে শহরের উত্তর তেমুহনী এলাকায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।