আব্দুর রউফ হায়দার, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি :: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় করোনা পরিস্থিতির কারণে চায়ের দোকান হোটেল রেঁস্তোরাসহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মহীন মানুষদের জন্য ৫ মেঃ টন চাল ও নগদ ১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বরাদ্দকৃত চাল ও টাকা বর্তমান অবস্থায় কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাস মোকাবেলায় লোকজন ঘর থেকে বের হচ্ছে না। এছাড়া চায়ের দোকান-হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখার নির্দেশনা আছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক ও কর্মহীন মানুষদের মাঝে বিতরণের জন্য এ চাল ও টাকা বরাদ্দ দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান, ৫ মে. টন চাল ও নগদ ১ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। চাল ও টাকা দিয়ে খাদ্য দ্রব্য কিনে কর্মহীন মানুষদের মাঝে বিতরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here