কলকাতার চলচ্চিত্র-টিভির জনপ্রিয় মুখ রেশমি ঘোষ। কলকাতা ছাড়িয়ে মুম্বই গিয়েও রেশমি সফলতা তুলে নিয়েছেন অনেক আগেই। স্টার প্লাস ও সনি টিভির বেশকিছু সিরিয়ালে অভিনয় করে সেখানেও দর্শকপ্রিয়তা পেয়েছেন। শুধু ভারতই নয়, বাংলাদেশের আরসিকোলার বিজ্ঞাপনে নোবেলের সঙ্গে মডেল হিসেবে পারফর্ম করেও আলোচনার তুঙ্গে ছিলেন তিনি। এবার বলিউডে অভিষেক হলো রেশমি ঘোষের। ]

‘সিডনি উইথ লাভ’ নামক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে সমপ্রতি সিডনিতে পাড়ি জমিয়েছেন রেশমি। সেখানেই সম্পন্ন হবে পুরো ছবির শুটিং। প্রতীক চক্রবর্তী পরিচালিত এ ছবিতে সিডনির একজন কর্পোরেট নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। এর আগে মিস ইন্ডিয়া হওয়ার পর থেকে একাধিক বলিউড ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন রেশমি। বেশ কিছু ছবিতে অভিনয় শুরু করলেও দুর্ভাগ্যবশত সেগুলোর কাজ পরবর্তীতে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যে কারণে বলিউড থেকে আগ্রহ হারিয়ে ছোট পর্দায় কাজ করা শুরু করেন তিনি। কিন্তু পরিচালকের কাছ থেকে এই ছবির স্ক্রিপ্ট পড়ে সঙ্গে সঙ্গেই তাতে অভিনয় করতে রাজি হয়ে যান রেশমি। জানা গেছে, ছবিতে কর্পোরেট নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে বেশ খোলামেলাভাবেই উপস্থাপিত হবেন তিনি।

ছবিটির কাহিনী গড়ে উঠেছে সিডনিতে থাকা ভারতীয় তরুণ-তরুণীদের জীবন কাহিনী নিয়ে। গত কয়েকদিন ধরেই ছবির শুটিংয়ে অংশ নিতে সিডনি অবস্থান করছেন রেশমি। এ বিষয়ে তিনি বলেন, কলকাতায় প্রচুর কাজ করেছি। বর্তমানে জিটিভিতে প্রচার চলতি আমার অভিনীত ‘সুবহা সোমনাথ কি’ সিরিয়ালে অভিনয় করেও ব্যাপক রেসপন্স পাচ্ছি। কিন্তু বলিউড অনেক অন্যরকম জায়গা। এখানে কাজ করার মজাটাই আলাদা। এ ছবির শুটিংয়ে অংশ নেয়াটাও অনেক উপভোগ করছি। বিশেষ করে শুধু দিনের বেলাতেই শুটিং হচ্ছে, তাই রাতের বেলাটা কাটাচ্ছি শপিং মলগুলোতে ঘুরে ঘুরে। সব মিলিয়ে সিডনি লাইফটা বেশ উপভোগ করছি এখন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here