এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে এ ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী ও নারী সাংসদ নিয়ে কটুক্তির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে চট্টগ্রাম আদালত চত্বরে জাতীয় সংসদ পতাকাবাহী তার গাড়িতে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করে সরকার দলের নেতা-কর্মীরা। এ সময় উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠি চার্জ করে। পুলিশ অলি আহমেদকে নিরাপত্তা বেস্টনি দিয়ে জেলা আইনজীবী সমিতির অফিসে নিরাপদ আশ্রয়ে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ইউএন নিউজ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here