ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: 

আক্রান্তদের দেহে নানা ধরনের ক্ষতি করছে করোনাভাইরাস (কোভিড-১৯)। প্রাণঘাতী এই ভাইরাস শ্বাসতন্ত্রের ক্ষতি ছাড়াও হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে।

বিশেষ করে করোনা থেকে সুস্থ হলেও পরবর্তী এক বছরের মধ্যে তারা এসব সমস্যায় আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে থাকেন বলে এক গবেষণায় উঠে এসেছে।

আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন এমন রোগীদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি অন্যদের তুলনায় ৫ দশমিক ৮ গুণ বেশি বলেও জানান গবেষকরা।

গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাক ছাড়াও করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর হৃৎপিণ্ডের পেশির প্রদাহ (মায়োকার্ডিটি) ও হৃৎপিণ্ডের বহিরাবরণ বা ঝিল্লির প্রদাহে (পেরিকার্ডিটি) আক্রান্ত হচ্ছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here