ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশ ও জাপানের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বিশ্বব্যাপী চলমান করোনা মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য জাপান দূতাবাস একটি মিউজিক ভিডিও তৈরি করেছে।

‘বন্ধুত্বের পতাকা’ শিরোনামের এই গানটিতে কন্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী তাহসান রহমান খান। তাহসানের নিজের লেখা ও সুরে এ গানটি করোনা মোকাবেলায় জাপানসহ সারাবিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে।

গানটি প্রসঙ্গে তাহসান খান বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যেকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এবং চলমান কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই গানটি করেছি। আমি আশা করব এই গানটি দুটি দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্ধুদ্ধ করবে।’

উল্লেখ্য, অনেক আগে থেকেই জাপানের সঙ্গে তাহসানের নিবিড় সম্পর্ক। জাপান-বাংলাদেশের পণ্য ‘ইউনিকলো’র শুভেচ্ছাদূত হয়েছিলেন তিনি। কাজের অংশ হিসেবে একাধিকবার জাপানে গেছেনও এই তারকা।

কদিন আগেই তাহসানকে নিয়ে ঢাকাস্থ জাপান দূতাবাস আয়োজন করে ‘জাপান ফেস্ট ২০২১ উইথ তাহসান খান’।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here