ডেস্ক নিউজ :: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সৌদি আরবের প্রধান দুই মসজিদে প্রবেশ ও নামাজ সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববীতে নেওয়া এই সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হচ্ছে বলে জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেটস অ্যাফেয়ার্সের মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে সৌদি গেজেট।

প্রফেটস অ্যাফেয়ার্সের মুখপাত্রের টুইট বার্তায় বলা হয়েছে, শুক্রবার থেকে করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, সৌদিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৪ জন; মৃত্যু নেই।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে সৌদিতে সব ধরনের পরিবহন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছ। শনিবার সকাল ৬টা থেকে দেশের অভ্যন্তরে কোনই ফ্লাইট, ট্রেন, বাস এবং ট্যাক্সি চলতে পারবে না। এই সিদ্ধান্ত পরবর্তী ১৪ দিন পর্যন্ত কার্যকর থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here