ডেস্ক রিপোর্ট:: ভারতে করোনা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে হাজারো মানুষ। হাসপাতালে সিট নেই। চারদিকে অক্সিজেনের জন্য হাহাকার। এতমতাবস্থায় আইপিএলের বিদেশি ক্রিকেটাররা ভারত ছাড়তে শুরু করেছেন। নিজের দেশে বন্দি হয়ে যেতে পারেন- এই ভয়ে আইপিএলের মাঝপথে ভারত ছাড়ছেন অ্যান্ড্রু টাইসহ তিন অজি ক্রিকেটার। তিনি বলেছেন, বাকি বিদেশি ক্রিকেটাররাও ভারত ত্যাগের চিন্তা করছে।

এক রেডিও সাক্ষাতকারে টাই বলেছেন, ‘আইপিএল ছেড়ে আসার অনেক কারণ আছে। তবে ভারত থেকে পার্থে গিয়ে অনেকেই এখন হোটেল কোয়ারেন্টিনে বন্দি। ওখানে (ভারত) কমিউনিটি সংক্রমণ হচ্ছে। সরকারও চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার। তাই দেশে ফিরে বন্দি হওয়ার আগেই ফেরার সিদ্ধান্ত নিলাম। অনেকদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ে আছি। গত আগস্ট থেকে মাত্র ১১ দিন বাড়িতে ছিলাম। বাড়ি ছেড়ে আর থাকতে পারছি না।’

চলতি আইপিএলে এখনও খেলছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে টাই জানিয়েছেন, তারাও ভবিষ্যতে একই পথে হাঁটতে যাচ্ছেন। টাইয়ের ভাষায়, ‘আমি চলে যাচ্ছি জেনে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি কীভাবে দেশে ফিরছি সে ব্যাপারে অনেকেই বিস্তারিত তথ্য জেনে নিয়েছে। আমি ঠিক আছি কিনা জানতে চেয়েছে। তাই আমার মনে হয়, এই যাত্রায় আমিই শেষ ক্রিকেটার নই।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here