স্টাফ রিপোর্টার :: করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল’ সার্বক্ষণিক খোলা থাকবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন দপ্তরে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত ‘প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে।
করোনাভাইরাস-সংক্রান্ত যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন নম্বর-০১৭৬৯০১০৯৮৬, টেলিফোন নম্বর ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২, ফ্যাক্স ০২-৯১০২৪৬৯ এবং ই-মেইল:pmomonitoringcell@gmail.com ঠিকানায় অবহিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
মন্ত্রিপরিষদ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, সব বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকে নির্দেশনা দেওয়া হয়েছে।