
শুক্রবার সকালে কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই ঘটনা ঘটে।
বিবিসি জানায়, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা নমপেনে সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ১৬০ ডলার করার দাবিতে কয়েক সপ্তাহ থেকে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে সরকার মজুরি সর্বোচ্চ একশ’ ডলার করার কথা জানিয়েছে।