মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ::
লক্ষ্মীপুরের কমলনগরে নিজের টাকায় রাস্তা মেরামত করে দিচ্ছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মুফতি নুরুল্লাহ। তিনি উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা ও ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন।
জানা যায়, উপজেলার চরকাদিরা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের চকবাজার-বেড়ির মাথা পর্যন্ত এ রাস্তাটি দীর্ঘ ২ মাস যানবাহন চলাচল অনুপোযোগী অবস্থায় একেবারেই বন্ধ হয়ে পড়ে। এ খবর পেয়ে মুফতি নুরুল্লাহ রাস্তাটি মেরামতে এগিয়ে আসেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে ইটের খোয়া ফেলে রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচল উপযুক্ত করে দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৩ বছর আগে রাস্তাটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যে ভেঙে ও দেবে যায়। গত দুইমাস ধরে যানবাহন চলাচল তো দুরের কথা মানুষজনও চলাচল করতে পারেননি। এমন পরিস্থিতিতে ওই তরুন আলেম ও সাবেক জনপ্রতিনিধি মুফতী নুরুল্লাহ নিজের টাকায় রাস্তাটি মেরামত করে দেওয়ায় এলাকাবাসী খুশি হন।
এদিকে মুফতি নুরুল্লাহ খালিদ বলেন, ‘রাস্তাটির দুর্দশার খবর পেয়ে তিনি স্থানীয় ইটভাটা থেকে ইট এনে নিজে উপস্থিত থেকে রাস্তাটি মেরামত করে দিয়েছেন। আল্লাহর সন্তুুষ্টি অর্জনের জন্যই মানবসেবামূলক কাজ করে যাচ্ছেন। মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি।’