মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ::
লক্ষ্মীপুরের কমলনগরে ক্রিকেট খেলার মাঠে দুপক্ষের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় খেলোয়াড়, আম্পায়ার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে কমলনগর ক্রিকেট লীগের আলেকজান্ডার একাদশ বনাম কমলনগর স্টার ক্লাবের ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় স্টার ক্লাব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।
জানা গেছে, কমলনগর ক্রিকেট লীগের ১৭তম ম্যাচে কমলনগর স্টার ক্লাব রামগতি উপজেলার আলেকজান্ডার একাদশের বিপক্ষে ব্যাট করতে মাঠে নামে। খেলা চলাকালে স্টার ক্লাবের এক খেলোয়াড়ের ক্যাচ আউট নিয়ে বিতর্ক শুরু হয়। এনিয়ে আম্পায়ারের সঙ্গে খেলোয়াড়দের বাকবিতন্ডার জেরে টুর্নামেন্ট পরিচালনা কমিটি আলেকজান্ডার একাদশকে বিজয়ী ঘোষণা করেন। এর জের ধরে স্টার ক্লাবের সমর্থকদের সঙ্গে টুর্নামেন্ট পরিচালনা কমিটির লোকজনের সংঘর্ষ শুরু হয়। এতে আম্পায়ার ও খেলোয়াড়সহ দু’পক্ষের ১০ জন আহত হন। ঘটনার পর স্টার ক্লাবের সমর্থকরা ‘বিতর্কিত সিদ্ধান্ত’ বাতিলসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিচারের দাবিতে হাজিরহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।
কমলনগর স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, খেলা চলাকালে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ার আমাদের বিপক্ষে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন। এর আপত্তি জানিয়ে রিপ্লাই দেখে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানালেও টুর্নামেন্ট কর্তৃপক্ষ তা আমলে নেননি। উল্টো মিথ্যা অভিযোগ তুলে আমাদের প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করেন। এনিয়ে কথা বলতে গেলে কমিটির লোকজন আমাদের খেলোয়াড় রাকিব ও দর্শক শামীমসহ বেশ কয়েকজনকে মারধর করে। এসময় অভিযুক্তরা খেলার সরঞ্জাম ও মোবাইল ফোনসহ আমাদের প্রায় দুই লাখ টাকার মালামাল জোরপূর্বক রেখে দেয়।
তিনি বলেন, আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়াসহ এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দাসহ এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করছি।
অপরদিকে কমলনগর ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক রাজিব দেবনাথ জানান, আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে স্টার ক্লাবের খেলোয়াড়সহ দর্শকরা উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকেন। একপর্যায়ে তারা আম্পায়ার নিশাদ, আকবর, পরিচালনা কমিটির সদস্য শাকিল, সোবহান, রেদওয়ান, আকরাম ও রাকিবকে পিটিয়ে আহত
করেন। এসময় কমিটি বক্সে থাকা লাইভ প্রচারের সরঞ্জাম, ল্যাপ্টপ ও মোবাইল ভাঙচুর করা হয়।
তিনি জানান, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম জানান, খেলার মাঠে সংঘর্ষ নিয়ে দুই পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here