
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। এ উপলক্ষে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, মাস্ক ও লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।
বুধবার (২৫মার্চ) রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ গণসচেতনতার আয়োজন করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের এমপি প্রতিনিধি ও উপজেলা আ’লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার।
এতে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, স্বেচ্ছাসেবকলীগ নেতা নিজাম উদ্দিন সোহেল, রাজু হোসেন, মো. আজগর প্রমুখ।
সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয় তোরাবগঞ্জ পশ্চিম বাজার মেসার্স সোহেল এন্ড ব্রাদার্সের সামনে।

একেএম নুরুল আমিন মাস্টার বলেন, মানুষের মাঝে করোনা নিয়ে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু মানুষ সচেতন নয়। মানুষ যেন ঘরে থাকে, সাবান দিয়ে হাত ধোয়, পরিষ্কার থাকে। সেজন্য এমপি সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করেছি। মাস্ক ও লিফলেট বিতরণ করেছি। বাজারে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছি।