মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি ::
দেশে দুর্গত মানুষের জন্য সেবা সংস্থাগুলোর মধ্যে ত্রাণ তপরতায় সবার শীর্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন। অতীতের মতো এবারও বন্যাপ্লাবিত অঞ্চলে সংস্থাটির কার্যক্রম সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রথম ধাপে চাল-ডাল ও তেলের প্যাকেজ করা ১৭০০ পরিবারকে প্যাকেট দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ৩ হাজার ৫০০ পরিবারের মাঝে ২৫ কেজি করে চালের বস্তা বিতরণ করা হয়েছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহর নেতৃত্বে মানবসেবা কার্যক্রমে কমলনগর উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছেন প্রতিষ্ঠানটি। এছাড়া বন্যার পানি নেমে যাওয়ার পর আস-সুন্নাহ ফাউন্ডেশন ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসন ও কর্মস্থানের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে। এরমধ্যে রয়েছে ঘর নির্মাণ প্রকল্পও। এমন তথ্য জানিয়েছেন কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের ইউনিয়ন প্রতিনিধি মুফতি নুরুল্লাহ খালিদ।
এদিকে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কমলনগর উপজেলা প্রতিনিধি মুফতি মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বন্যাকবলিত এলাকার লোকজনকে যাচাই- বাছাই করে তালিকা তৈরীর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ ও হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকীর উপস্থিতিতে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়। এতে এ অঞ্চলের চলমান বানভাসি মানুষের দুর্গতি জীবনমানের ব্যাপক উপকৃত হয়েছে। প্রাপ্য লোকদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ত্রাণ বিতরণ কার্যক্রম বিতরণ দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের কমলনগর উপজেলা প্রতিনিধি মুফতি মোঃ শরীফুল ইসলাম বলেন, ‘লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বন্যা কবলিত এলাকায় আমরা অতিদ্রুত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। আমাদের স্বেচ্ছাসেবী কর্মীরা বন্যা প্লাবিত অঞ্চলের দুর্গম এলাকাগুলো পর্যন্ত ত্রাণ পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। তিনি বলেন, এরই মধ্যে আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রথম ধাপে চাল ডাল তেলের প্যাকেজ করা ১৭০০ পরিবারকে প্যাকেট দিয়েছি। দ্বিতীয় ধাপে ৩ হাজার ৫০০ পরিবারের জন্য ২৫ কেজি করে চালের বস্তা বিতরণ করেছি। সম্পুর্ন স্বেচ্ছাশ্রমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের এই প্রচেষ্টা অব্যাহত আছে।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠিত ইসলামী সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন ইতিমধ্যে সর্বস্তরের মানুষের বিপুল ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন। অর্থ সহায়তার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আস-সুন্নাহকে সহযোগিতা করছে।