মিজানুর রহমান মানিক, কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ::
লক্ষ্মীপুরের কমলনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সোমবার মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধন শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জায়েদ হোসাইন ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহীন রানা, কমলনগর থানার পরিদর্শক কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, হাজিরহাট হামেদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম, সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদীন, বেলাল হোসেন জুয়েল, প্রেসক্লাব আহ্বায়ক মুছাকালিমুল্লাহ, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি মাহবুবুল আলম, রেডক্রিসেন্ট সোসাইটির ডেপুটি লিডার রিমন রাজু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here