কমলগঞ্জ উপজেলার প্রকাশিত গ্রন’ লেখকদের এক সভা শুক্রবার বিকাল ৪টায় কমলগঞ্জ বালিকা উ”চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
লেখক মীর লিয়াকত-এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ড.সুয়াইব জিবরান,অধ্যক্ষ বাবুল মোর্শেদ,মণিপুরী ললিত কলা একাডেমির পরিচালক রামকান্ত সিংহ,কমলগঞ্জ গণ মহা বিদ্যালয়ের সাবেক উপাধ্যক্ষ মঞ্জুশ্রী রায়,কবি সুব্রত সানি,শাহাজান মালিক প্রমুখ।
সভায় লেখক মীর লিয়াকতকে সভাপতি,প্রাবন্ধিক ও গবেষক আহমদ সিরাজকে সহ-সভাপতি ও লেখক সাইয়িদ ফখর”লকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ সাহিত্য পরিষদ গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি জানান,কমলগঞ্জে লেখকদের সংগঠিত,সাহিত্য সংস্কৃতি গবেষনা ও চর্চার লক্ষ্যে এ পরিষদ গঠন করা হয়েছে।
সোহেল রানা,কমলগঞ্জ (মৌলভীবাজার)