শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
প্রত্যেক শিশুর জন্য, প্রতিটি অধিকার! এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সার্বজনীন শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলার  আদমপুরে বেসরকারি সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশের মৌলভীবাজার  সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।
শিক্ষিকা  মাহিমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার, প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী,  কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ,  উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার সেলিম আহমদ। অনূভুতি ব্যক্ত করেন  শিক্ষার্থী ফাইজা আলম মৌ।
অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, শিশুদের ওপর নির্ভর করছে আগামীর পৃথিবী। সবার আগে শিশুর সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন। শিশু যেন সঠিক পরিচর্যার মধ্য দিয়ে শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থভাবে বড় হতে পারে সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আমাদের সকলেরই। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here