শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
সোমবার (২৮ আগষ্ট) মৌলভীবাজারের কমলগঞ্জে তেতইগাঁও রশিদ  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক বিজ্ঞান মেলা   অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার পারভীন  প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন।
তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  শাহেনা বেগমের সভাপতিত্বে ও অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন ও সহকারী  শিক্ষক ব্রজেন্দ্র কুমার সিংহের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, প্রাক্তন শিক্ষক ভুবন মোহন সিংহ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ইউপি সদস্য রুসন আলী,ব্রজগোপাল সিংহ, আব্দুস সালাম ও কবি শিক্ষক সাজ্জাদুল হক স্বপন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সালাহউদ্দিন শুভ, শিক্ষক তমিজউদদীন প্রমুখ। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা  ১৬টি স্টলে তাদের উদ্ভাবন নিয়ে অংশ গ্রহন করে।অতিথিরা বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here