শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::
প্রধাানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) কর্মসূচীর আওতায় শিক্ষা বৃত্তি, ৫০টি বাইসাইকেল এবং পিইডিপি-৪ এর আওতায় মৌলভীবাজারের কমলগঞ্জে ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি ও এসব উপকরণ বিতরণ করেন বাংলাদেশ সরকারের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি রইছ আল রিজুয়ান,কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, ইউপি চেয়ারম্যান মোঃ নিয়াজ মুর্শেদ রাজু,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার,উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার প্রমূখ।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here