এক হাজার টাকা মূল্যের জাল ৪টি নোটসহ জিলাফ মিয়া নামে এক যুবককে আটক করে কমলগঞ্জ থানায় সোর্পদ করেছেন জনতা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,কমলগঞ্জের ধলাইর পার গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে জিলাফ মিয়া (২৩) বৃহস্পতিবার রাতে কমলগঞ্জের চা বাগান অধুষ্যিত মাধবপুর বাজারে স্থানীয় একটি দোকান থেকে খরচ করে এক হাজার টাকা মূল্যের ১টি নোট দিলে দোকানদারের সন্দেহ হয়। এ সময় তাকে আটকে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ব্যবসায়ী প্রতিনিধিদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে তার কাছ থেকে আরো ৩টি এক হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেন। পরে তাকে গণ পিঠুনি দিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

কমলগঞ্জ থানার ওসি অমূল্য কুমার চৌধুরী চারটি জালনোটসহ এক প্রতারক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি মামলা দায়েরের পর গশুক্রবার সকালে আদালতের মাধ্যমে আটক জিলাফকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সোহেল রানা/কমলগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here