সোহেল রানা, কমলগঞ্জ (মৌলভীবাজার)

র‌্যালী, আলোচনা সভা ও ঋণ বিতরণের মধ্য দিয়ে কমলগঞ্জ জাতীয় যুব দিবস-২০১১ পালিত হয়েছে।

‘দিন বদলের আহবান, যুব কর্মসংস’ান’এ স্লোগান নিয়ে সোমবার দুপুরে বের হয় বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদে গিয়ে শেষ হয়।

পরে কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জের ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল,কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক সানোয়ার হোসেন, যুবলীগ সম্পাদক মোশাহীদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনন্দ মোহন সিংহ, প্রণীত রঞ্জন দেবনাথ প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩০ হাজার টাকার এ ঋণ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here