শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 
আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়নকল্পে মৌলভীবাজারের কমলগঞ্জে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১২ টায় কমলগঞ্জ থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল। মাদক, জুয়া, নারী উত্যক্তসহ আইন শৃক্সখলা বিষয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আবদাল হোসেন, আসিদ আলী, নাহিদ আহমদ তরফদার, অলি আহমদ খান, সোলেমান মিয়া, আব্দুল হান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি শংকর লাল সাহা, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিত রায়, সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, মুজিবুর রহমান রঞ্জু, সুব্রত দেবরায় সঞ্জয়, শাব্বির এলাহী, শাহীন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন শৃক্সখলার সার্বিক উন্নয়নে চুরি, ডাকাতি, নারী উত্যক্ত রোধ করা, মাদক ও জুয়া মুক্ত উপজেলা ঘোষণার দাবি জানান।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here