শাব্বির এলাহী , কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: 
মুজিবশতবর্ষ উপলক্ষে  আশ্রয়ণ প্রকল্প-২ এর চতুর্থ পর্যায়ে (২য় ধাপে) মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে আরো ১১৩টি ভ‚মিহীন ও গৃহহীন পরিবার।
বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনের পর ১১৩ জন সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর চাবি হস্তান্তর করা হয়।
কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রইছ আল রেজুয়ান, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ,  সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here