Kobita-Home-Page-Banner
সঙ্গ এবং সঙ্ঘের প্রতি
-ফরিদ আহমদ দুলাল
 
আমার সঙ্গের-সংঘেরও কোনো প্রয়োজন নেই
একা-নিঃসঙ্গ যথেষ্ঠ খুশি আছি গোপনে একাকীত্বেই;
সঙ্গ তো আমার সারাক্ষণ পথের রোদ্দুর-ক্রোধ
বিস্তর পথের দূরত্ব আমায় কখনো করে না প্রতিরোধ
সঙ্গ তো আমার সব্জি-বাজারের ভীড় ঊর্ধমূল্যের উত্তাপ
বাতাসে সীসার বিষতাপ নিয়ে পাশ কেটে যাই ধর্ষণের পাপ;
অনুনয়ে অপেক্ষায় থাকি তুমি ব্যস্ততায় দিবস কাটাও
উদ্ভ্রান্তের পথে মেঘছায়া-বিশ্রাম পাঠিয়ে পথিক বাঁচাও।
 
সঙ্গ ও সংঘের ভীড়ে বাজে উচ্চকিত স্তাবকতা
অবকাশ পেলে নির্জনে শ্লীলতাহানি করে মূর্খ কপটতা;
তোমাদের অশিষ্ট সঙ্গের প্রলোভন থেকে চিরমুক্তি চাই
সঙ্ঘের অসভ্য বলাৎকার থেকে যেন নিত্য পরিত্রাণ পাই;
তোমাদের সঙ্গ সঙ্ঘের আশ্রয় চায়
সত্যের বিপক্ষে কলঙ্ক রটিয়ে প্রেমে ভাঙন ধরাতে চায়।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here