স্বদেশ প্রেমিক

              কবি নূরুল ইসলাম

সৈয়দ মাহামুদের — দেখে ছবিখানি,
রাখিনু হৃদয়ে আমি সযতনে আনি।
*সরণজাই বাজারে গিয়ে আমি খুঁজি,
মিলিল না দেখা কেন তাহা নাহি বুঝি।
দুই দিন গিয়ে সেথা আমি এনু ফিরে,
বুঝাইতে ব্যর্থ হনু — আমি মনটিরে।
জিজ্ঞাসা করেও সবে পাই নাই খোঁজ,
কোথায় হারিয়ে রলে রে রাঙা সরোজ?
বুকেতে ধরিয়া তুমি দেশের পতাকা,
জ্বলেছ নয়ন মোর — হইয়া তারকা।
হইতে কৈশোর কাল সাংবাদিক তুমি,
তোমার হৃদয়ে প্রিয় — এ মাতৃভূমি।
ষোলই ডিসেম্বর এ বিজয় দিবসে,
দাঁড়ায়ে রয়েছ তুমি সৈনিকের বেশে।
এ ছবি দানিল মোর হৃদয়ে পুলক,
তোমার নয়ন তারা ছড়াল আলোক।
স্বাধীনতার যাহারা — মর্মই বুঝেনা,
তাহারা পতাকা প্রতি শ্রদ্ধাও রাখেনা।
এমন স্বদেশ প্রেম রেখ বুক ভরে,
তাহাতে রহিবে তুমি সবার অন্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here