ডেস্ক রিপোর্ট::  মাদারীপুরের কালকিনিতে এক তান্ত্রিক কবিরাজের ‘রুটি পড়া’ খেয়ে জাহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে কালকিনির রামচন্দ্রপুরে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাকে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বিকেলের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালকিনির রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী দুলাল শিকদার ও মামুন শিকদারের দোকানে ১৪ থেকে ১৫ দিন আগে চুরি হয়। এ ঘটনায় পাশের জাহিদুলকে দায়ী করেন দোকানিরা। পরে এর প্রতিবাদ জানান জাহিদুল ইসলাম। রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাজারের পাশে একটি মাদরাসা মাঠে স্থানীয় ও বাজারের সব লোকজনের উপস্থিততে আয়োজন করা হয় ‘রুটি পড়া’ খাওয়ার। উপস্থিত সন্দেহভাজন অর্ধশত মানুষকে তান্ত্রিক কবিরাজের দেওয়া একটি করে ‘রুটি পড়া’ খাওয়ান দুলাল ও মামুন। জাহিদুলকে দুটি রুটি ও একটি ডিম খাওয়ানো হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

এ বিষয়ে জাহিদের স্ত্রী নার্গিস বলেন, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার জন্য কাজটি করেছে। যাতে সে এ বাজারে ব্যবসা করতে না পারে। যারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে এই ‘রুটি পড়া’ দিয়েছে আমি তাদের কঠোর বিচার চাই।

স্থানীয় সাইফুল, নাজমুল, রুবেল, শাহাদাত অনেক কয়েকজনেই অভিযোগ করে বলেন, তাদের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা থাকার কারণে তারা এটা করেছে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। কথিত কবিরাজের কাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here